জার্মানিতে প্রথমবারের মতো ঈদের জামায়াত সরাসরি সম্প্রচার
জার্মানির কোনো টেলিভিশন চ্যানেলে প্রথমবারের মতো পবিত্র ঈদ-উল-ফিতরের জামায়াতের দৃশ্য সরাসরি সম্প্রচার করেছে। মিউনিখের কাছে পেনবার্গ মসজিদ থেকে শুক্রবার স্থানীয় সময় ভোর ৪.৪৫-এ ইমাম সাহেবের খুতবা এবং জামায়াতের দৃশ্য সম্প্রচার করা হয়।
জামায়াতের আগে ইমাম বেনজামিন ইদ্রিস আলজাজিরাকে বলেন, এটা জার্মান মুসলমানদের জন্য ঐতিহাসিক ঘটনা।
সাম্প্রতিক সময়ে জার্মানিতে ইসলামবিদ্বেষী তৎপরতা বেশ বেড়েছে। এ প্রেক্ষাপটে ঈদের জামায়াতের দৃশ্য টিভিতে সম্প্রচার করায় মুসলমানদের মধ্যে ইতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে।
মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে রজমানের মাঝামাঝি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল একটি ইফতার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। পরে তিনি ইসলামকে ’জার্মানির একটি অংশ’ হিসেবে অভিহিত করেন।