যুক্তরাষ্ট্রে ঈদে ছুটি, ওবামার প্রশংসা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকা এবং বিশ্বজুড়ে মুসলমানদের ‘ঈদ মোবারক’ জানিয়েছেন। তিনি রমজানের সমাপ্তির দিনকে ছুটির দিন হিসেবে স্বীকৃতিদানের প্রয়াসেরও প্রশংসা করেছেন।
তিনি এক বিবৃতিতে বলেন, এই ছুটি প্রত্যেক আমেরিকানকে সব ধর্ম ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের গুরুত্বের বিষয়টি মনে করিয়ে দিচ্ছে।’ তিনি অফিসিয়াল স্কুল ক্যালেন্ডারে ঈদকে অন্তর্ভুক্ত করার নিউ ইয়র্কের সিদ্ধান্তকেও স্বাগত জানান।
তিনি বলেন, এটা আমাদের জাতির বিপুল বৈচিত্র্য এবং গ্রহণ করার ঐতিহ্যের স্বীকৃতি।
মেয়র বিল ডি ব্লাসিও গত মার্চে আমেরিকার প্রথম গুরুত্বপূর্ণ নগরী হিসেবে নিউ ইয়র্ককে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহাকে স্কুল হলিডে হিসেবে ঘোষণা করেন।