রাবি ছাত্রলীগের জিএস তুহিনের রগ কর্তন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল-হোসেন তুহিনের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত সোয়া ১০টার দিকে আমির আলী আবাসিক হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে সৈয়দ আমির আলী হলে শোক দিবসের আলোচনা শেষে মাদার বখশ্ হলের দিকে যাচ্ছিলেন তুহিন।
এসময় মোটরসাইকেলে অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে তুহিনের মাথায় জখম করে এবং বাম হাত ও ডান পায়ের রগ কেটে দেয়। হামলাকারীরা দু’টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
তুহিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা জানিয়েছেন।
হামলার জন্য ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেছেন ছাত্রলীগ নেতারা। তবে এ ঘটনায় ছাত্রশিবিরের কোন বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত; এর আগে গত বছর ২১ নভেম্বর ছাত্রলীগের সহ-সভাপতি আখেরুজ্জামান তাকিমের হাত ও পায়ের রগ কেটে দিয়েছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় সাঁড়াশি অভিযান চালিয়ে বেশ কয়েকজন শিবির নেতাকে গ্রেফতার করা হয়েছিল।
এদিকে, ঢাবি সংবাদদাতা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। রাত ১১টায় মিছিল শুরু হয়ে শাহবাগ এলাকা ঘুরে রাত সোয়া ১২টায় ক্যাম্পাসে ফিরে আসে। তারা রাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।