বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়

KhaledaZiaসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দল পুনর্গঠন করে বিএনপি আবার শান্তিপূর্ণ আন্দোলনে নামবে। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলীয় নেতাকর্মী, রাজনীতিক, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী ও বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা দল পুনর্গঠনের কাজ করছেন। পুনর্গঠন শেষে বিএনপি আবার আন্দোলনে যাবে। সে আন্দোলন হবে শান্তিপূর্ণ।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জ্বালাও-পোড়াওয়ে বিশ্বাস করে না। যারা জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে জড়িত, তাদের শাস্তি দাবি করেন তিনি।
খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার বিভিন্ন এজেন্সি দিয়ে সংবাদ মাধ্যমে প্রচার করছে যে বিএনপি ভেঙে যাচ্ছে, আসলে তা ঠিক নয়।
তিনি বলেন, বিএনপি এখনো বাংলাদেশের জনপ্রিয় দল। আমরা অপেক্ষায় আছি, একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে প্রমাণ করুক কারা জনপ্রিয়।
রাজনীতিকদের হানাহানি ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এ দেশকে এগিয়ে নিতে হানাহানি ভুলে যেতে হবে।
বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, দল থাকবে, কিন্তু সম্পর্ক থাকবে না— তা হতে পারে না।
বিএনপি চেয়ারপারসনের অভিযোগ, যারা জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা, তারা নিরাপত্তা দেওয়া তো দূরের কথা— জনগণকে জিম্মি করে ফেলেছে। জনগণকে নিরাপত্তার নাম করে ধরে নিয়ে গিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে। পরে কাউকে জেলে যেতে হয়, না হলে মৃত্যুবরণ করতে হয়।
তিনি বলেন, প্রতিনিয়ত চাঁদাবাজি, খুন-গুম, ছিনতাই চলছে। এখন প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ দলীয়করণের শিকার। এতে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে মানুষ।
ক্ষমতাসীনদের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, সরকার কোনো কাজ করেনি। এর ফলে হাইওয়েগুলোতে দুরবস্থা। রাস্তাঘাট খারাপ হওয়ায় গাড়ি দ্রুত বেগে যেতে পারছে না। যানজট তৈরি হচ্ছে।
বিএনপির চেয়ারপারসনের সঙ্গে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় শেষে শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া। পরে তিনি বনানীতে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। এ সময় খালেদা জিয়ার সঙ্গে কোকোর দুই মেয়ে ছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button