দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ
এক ম্যাচ হাতে রেখেই দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ (৪-২) জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজের ষষ্ঠ ম্যাচে পিনাক ঘোষের ১৫০ রানের ইনিংসে ভর করে ৫৮ রানের বিশাল জয় পেয়েছে সফরকারীরা।
টসে হেরে ব্যাট করে স্বাগতিক বোলারদের পিটিয়ে ৩০৪ রান সংগ্রহ করে বাংলাদেশি ব্যাটসম্যানরা। ১৫০ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন ওপেনার পিনাক ঘোষ। ২১টি চার ও একটি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছেন এই তরুণ ক্রিকেটার।
লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে নাকাল হয়েছে দক্ষিণ আফ্রিকা। নাজমুল হোসেন শান্ত তিনটি ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন দুইটি উইকেট। ২৪৬ রান তুলতে সমর্থ হয়েছিল স্বাগতিকরা। সর্বোচ্চ ৬২ রান করেছেন ম্যাথু ব্রিটসকে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৩০৪/৭, ওভার ৫০ (পিনাক ১৫০, জয়রাজ ৬৪, মিরাজ ২৮; গালিয়েম ৩/৩৫)
দক্ষিণ আফ্রিকা : ২৪৬/১০, ওভার ৪৮.৩ (ব্রিটসকে ৬২, স্মিথ ৩১, গালিয়েম ২৮; শান্ত ৩/৪৮, মিরাজ ২/৪৫)
ফল : বাংলাদেশ ৫৮ রানে জয়ী
ম্যাচসেরা : পিনাক ঘোষ
সিরিজ : ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-২ ব্যবধানে জয়ী বাংলাদেশ