রমজানে ন্যায্য মূল্যের ফলের দোকান খুলছে পশ্চিমবঙ্গ সরকার
রমজান মাসে বাজার অস্থির হয়ে ওঠে। ফলে মুসলমান ধর্মালম্বীদের সারা দিন অভুক্ত থাকার পর ইফতার করতে গিয়ে চড়া দামের জন্য প্রবল সংকটে পড়তে হয়। আর সেদিকে লক্ষ্য রেখেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাসহ রাজ্যে মুসলিম অধ্যুষিত এলাকা গুলিতে ন্যায্য মূল্যের ফলের দোকান খোলার নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ন্যায্য মূল্যের মুরগির মাংস বিক্রির উদ্যোগ সফল হওয়ায় সরকার এবার রমজান মাসে ন্যায্য মূল্যের ফলের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে। মুসলিম প্রধান এলাকার বাজারগুলিতে রাজ্যের কৃষি পণ্য বিপনন সংস্থা এই ফলের দোকান খুলবে। কলকাতার পৌর বাজার ছাড়াও রাজ্যের অন্যত্রও এই ন্যয্য মূল্যের ফলের দোকান খোলা হবে। এছাড়া মোবাইল ভ্যানে করে ন্যয্য মুল্যে মাছ ও ফল কেনার জন্যও সরকার উদ্যোগী হয়েছে বলে এক প্রশাসনিক কর্তা জানিয়েছেন। সম্প্রতি মাছের বাজার আগুন হয়ে ওঠায় সরকার ন্যায্য মূল্যে মাছ বিক্রির নির্দেশও জারি করেছে। কলকাতা পুরসভার বাজার সঙক্রান্ত মেয়র ইন কাউন্সিল তারক সিংহ আশা প্রকাশ করেছেন যে, মুরগির মাংসের মতই মাছ ও ফল বিক্রির দোকানগুলি মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে। জানা গেছে, দু এক দিনের মধ্যেই কলকাতার মেটিয়াব্রুজ, পার্ক সার্কাস, রাজাবাজার, তপসিয়া , ট্যাংরা, বেলগাছিয়া প্রভৃতি এলাকায় ন্যায্য মূল্যের দোকার খোলা হবে।