সিলেটে ঈদের জামাতে মানুষের ঢল

Eid Sylhetসিলেটে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মানুষের ঢল নেমেছিলো। বৃষ্টি কারণে বিভিন্ন স্থান থেকে মানুষেরা সিলেটের ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে খুব একটা যেতে পারেনি। তাই ঈদের নামাজ আদায় করে পাড়া অথবা আশপাশের মসজিদগুলোতে।
শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্নস্থানে থেমে থেমে বৃষ্টি; তার মধ্যেই নতুন পাঞ্জাবি আর টুপি পরে ঈদের জামাতে শামিল হয়েছেন নানা বয়সের, নানা শ্রেণী পেশার মানুষ। নামাজ শেষে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন কোলাকুলিতে।
দেশের ধর্মপ্রাণ লাখো লাখো মানুষ আলস্নাহর সন্তুষ্টি লাভের আশায় বৃষ্টির মধ্যে ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে নামাজ আদায় করেছেন।
সিলেটের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় । যথারীতি সিলেট নগরীর অন্যান্য মসজিদে ঈদের জামাত আদায় করেন-দরগাহে হযরত শাহ জালাল (রহ:) জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত। ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ।
হাজী কুদরত উল্লাহ জামে মসজিদ : বন্দরবাজার হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত । প্রথম জামাত সকাল ৮টায় দ্বিতীয় জামায়ত সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত ।
দরগাহে হযরত শাহ পরান (রহ:) : হযরত শাহ পরান (রহ:) মাজার ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।
সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠ : আনজুমানে খেদমতে কোরআনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত । জামাতে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা।
পুলিশ লাইন্স মাঠ : নগরীর রিকাবীবাজারস্থ পুলিশ লাইন্স মাঠে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৯টায় এবং দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত।
কালেক্টরেট মাঠ : সিলেট কালেক্টরেট মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত।
জামেয়া মদীনাতুল উলুম দারুস সালাম : জামেয়া মদীনাতুল উলুম দারুস সালাম খাসদবীর মাদ্রাসার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত সকাল ৮টায়।
পাঠানটুলা নবাবী ঈদগাহ : নগরীর পাঠানটুলা নবাবী ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত ।
রেজিস্ট্রারী মাঠ : জাকের পার্টি সিলেট মহানগর শাখার উদ্যোগে রেজিস্ট্রারী মাঠে সকাল সাড়ে ১০টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত ।
নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেট : নগরীর কালিঘাটস্থ নবাবী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত সকাল সাড়ে ৮টায়।
মাছিমপুর শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদ : নগরীর মাছিমপুর শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।
গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া : নগরীর পশ্চিম পীরমহল্লার গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় সকাল সোয়া আটটায়। জামাতের আগের ওয়াজে বয়ান পেশ করেন জামেয়ার মুহতামিম আলহাজ্ব মাওলানা পীর আব্দুল জব্বার।
ভার্থখলা ঈদগাহ ময়দান : নগরীর দক্ষিণ সুরমা ভার্থখলা ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।
সিলাম শাহী ঈদগাহ : দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের ১ম জামাত সকাল ৮টায় ও ২য় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।
১ম জামাতে ইমামতি করবেন সিলাম পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: এখলাছুর রহমান, ২য় জামাতে ইমামতি করেন-ঢালীপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মো: তেলা মিয়া।
লাউয়াই পিরিজপুর শাহী ঈদগাহ : লাউয়াই-পিরিজপুর শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত। জামাতে ইমামতি করেন-লাউয়াই জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম চৌধুরী।
বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ : নগরীর বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করেন-মাওলানা ক্বারী শফিউল আলম।
বরইকান্দি শাহী ঈদগাহ : বরইকান্দি শাহী ঈদগাহে ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত। ইমামতি করেন মাওলানা এনামুল হক।
এদিকে, গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গোলাপগঞ্জ উপজেলার রানাপিং শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল সাড়ে ৮টায়, রাণাপিং কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, হেতিমগঞ্জ বাজার মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button