ভারতে ঘণ্টায় ১৫ জনের আত্মহত্যা
প্রতি ঘণ্টায় ১৫ জন আত্মহত্যা করেন ভারতে। অন্তত গত এক বছরের হিসেব তাই বলছে। ২০১৪ সালে এদেশে ১.৩১ আত্মহত্যার ঘটনা ঘটেছে। সবথেকে বেশি ঘটনার সাক্ষী মহারাষ্ট্র। শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গও। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো সমীক্ষা করে এই তথ্য প্রকাশ করেছে। আরও জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৬৯.৭ শতাংশের রোজগার বছরে এক লক্ষের কম। প্রতি ছ’জনের মধ্যে একজন গৃহবধূ। শুধুমাত্র মহারাষ্ট্রে আত্মহত্যার ঘটনা ১৬,৩০৭, তামিলনাড়ুতে ১৬,১২২, পশ্চিমবঙ্গে ১৪,৩১০। জানা যাচ্ছে ২১.৭ শতাংশ ক্ষেত্রে আত্মহত্যার কারণ পারিবারিক সমস্যা। দেশ জুড়ে এই পরিসংখ্যান চিন্তার কারণ বলে মনে করছেন অনেকেই।