ইরাক ও সিরিয়ায় ‘খেলাফত’ ধ্বংস করতে আমরা বদ্ধ পরিকর
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ‘ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের তৈরি কথিত খেলাফত ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করবে।’ তার দেশ আইএসকে ধ্বংস করতে বদ্ধপরিকর বলেও তিনি জানান।
যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল এনবিসিকে দেয়া সাক্ষাতকারে ক্যামেরন জানান, আইএস বিরোধী লড়াইয়ের ব্যাপারে যুক্তরাজ্য আরো বেশি কিছু করুক এটা তিনি চান। তবে পার্লামেন্টের অনুমোদন নিয়েই তিনি একাজ করতে চান। তিনি আরো জানান, এই মুহূর্তে সরকার বিরোধীদলসহ বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করছে। তবে এই ব্যাপারে কোন সন্দেহ নেই যে ইরাক ও সিরিয়ায় ‘খেলাফত’ ধ্বংস করতে আমরা বদ্ধ পরিকর।
দুবছর আগে সিরিয়ায় সামরিক অভিযানের প্রশ্নে সায় দেয়নি যুক্তরাজ্যের পার্লামেন্ট। আগামী সোমবার ক্যামেরন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভাষণে তিনি যুক্তরাজ্যের তরুণদের আইএস-এ যোগ দেয়ার ব্যাপারে সতর্ক করবেন এমন তথ্য জানিয়েছে বিবিসি।