মিশরে ব্যাপক সংঘর্ষে সেনাসহ নিহত ৬৬

Egyptমিশরের সিনাই উপদ্বীপে দফায় দফায় সংঘর্ষে দেশটির ৭ সেনা ও ৫৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে।
মিশরের সামরিক বাহিনী আজ রোববার বলেছে, নিহত সাত সেনার মধ্যে তিনজন মারা গেছে সন্ত্রাসীদের রকেট হামলায়। একটি চেক পয়েন্টে হামলা চালালে ওই তিন সেনা নিহত হয়। আর সন্ত্রাসীরা সবাই মারা গেছে উত্তর সিনাইয়ে।
সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, বিমান বাহিনীর সহায়তায় সেনাবাহিনী সন্ত্রাসীদের ১৪টি আস্তানায় হামলা চালায়। সামরিক বাহিনী দাবি করেছে, সন্ত্রাসী নিহতের সংখ্যা বাড়তে পারে কারণ এখনো সেখানে অভিযান চলছে। এছাড়া, চার সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিশরের সেনাবাহিনীর অভিযানে সিনাই উপদ্বীপে ৪০ সন্ত্রাসী মারা গেছে। মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে ২০১৩ সালের জুলাই মাসে উৎখাত করে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি ক্ষমতায় বসার পর থেকে সিনাই উপদ্বীপে ব্যাপক গোলযোগ চলে আসছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button