লন্ডনে দুর্বৃত্তদের হামলায় নিহত আজমলের জিসিএসই’ তে তাক লাগানো ফলাফল

Azmolমুহাম্মদ তাজ উদ্দিন : অকালে ঝরে যাওয়া বৃটিশ বাংলাদেশী কিশোর আজমল আলম (১৬) তাক লাগানো ফলাফল করেছে। সে দেশের স্কুল সমাপনী পরীক্ষা জিসিএসই-তে। মৃত্যুর ১০ দিন পর গতকাল প্রকাশিত জিসিএস-ই’ ফলাফলে আজমল আলম ৮টি বিষয়ে শীর্ষ গ্রেড লাভ করেছে। কিন্তু তার সে চমকপ্রদ কৃতিত্বের আনন্দটুকু ভাগ করে নিতে সে আর আসবেনা পরিবার বা সহ পাঠিদের মাঝে। সিলেটী বংশোদ্ভুত আজমল আলম (১৬) গত ১২ আগস্ট রাতে লন্ডনের পপলার এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। আজমল ও তার ৪ বন্ধু ঐ দিন বিকেলে (লন্ডন সময় বিকেল ৯টায়) পপলার এলাকায় বেড়ানোর সময় আকষ্মিক হামলার শিকার হয়। ৫/৬ জন হামলাকারীরা আজমল ও তার এক বন্ধুর উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের দুজনকে হাসপাতালে নেয়া হলে অতিরিক্ত রক্ত ক্ষরণে নিস্তেজ হয়ে পড়া আজমল আলম মৃত্যুর কোলে ঢলে পড়ে। ধারণা করা হচ্ছে, বর্ণবাদী সন্ত্রাসীরা আজমল ও তার বন্ধুদের উপর বিনা কারণে এই হামলার ঘটনা ঘটায়। আজমলদের মূল বাড়ি ছাতক উপজেলার আসামপুর গ্রামে। তারা সপরিবারে লন্ডনের পপলার এলাকায় বসবাস করছে। আজমল আলম এ বছর লন্ডনের পপলার এলাকার লংডন পার্ক স্কুল থেকে জিসিএসই পরীক্ষায় অংশ নিয়েছিল। গতকাল তার পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। লন্ডনের বহুল প্রচারিত ডেইলী মিরর পত্রিকার অনলাইন সংস্করণ গুরুত্ব সহকারে তার কৃতিত্বপূর্ণ ফলাফলের খবর প্রকাশ করেছে। জানা গেছে, আজমল জিসিএসই-তে মোট ১২টি গ্রেড অর্জন করেছে। এর মধ্যে ৮টিতে গ্রেড-এ ও ৩টি বি গ্রেড লাভ করেছে। এর মধ্যে গণিত, ৩টি বিজ্ঞান বিষয়, ইংরেজী সাহিত্য, ভুগোল, ধর্মীয় শিক্ষা ও সিটিজেনশীপ সাবজেক্টে এ গ্রেড পেয়েছে। বি পেয়েছে ইংরেজী ভাষা, মানবিক শিক্ষা ও শারীরিক শিক্ষায়। আজমলের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে তার পরিবারে শোকের মাতম আরো তীব্র হয়েছে। তার স্কুলের সহপাঠি ও শিক্ষক-শিক্ষিকারাও শোকে মূহ্যমান। আজমলের পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রী নেয়ার ইচ্ছে ছিল আজমলের। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতো সে। সে অনুযায়ী কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রস্ত্তত করছিল আজমল। জিসিএসই-তে বিজ্ঞান ও গণিতে ভাল করায় ডাক্তারি পড়ার সুযোগ সৃষ্টি হয়েছিল আজমলের। আজমলের স্কুল লন্ডন পার্ক স্কুলের ক্রিস ডান আজমলকে তার দেখা ‘অন্যতম সেরা ছাত্র’ হিসেবে অভিহিত করে বলেন, বেঁচে থাকলে বিলেতের সেরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পেত আজমল। ক্রিস ড্যান বলেন, শুধু সেরা ছাত্র নয়, আমার দেখা অন্যতম ভাল ছেলেও আজমল। নিজের মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে কঠোর পরিশ্রম করেছে সে। তার মৃত্যুতে শুধু আমাদের স্কুল নয়, দেশও একজন সেরা মেধাবীকে হারিয়েছে। তিনি বলেন, মৃত্যুর মাত্র ক’দিন আগেই সিক্সথ ফর্মে তার আসন নিশ্চিত করার জন্য আমি আজমলের ইন্টারভিউ নিয়েছিলাম। আজমল এরই মধ্যে অনেকগুলো সিক্সথ ফর্ম কলেজ থেকে অফার পেয়েছিল। আজমলের মৃত্যুতে ব্যথিত সেখানকার কমিউনিটি নেতৃবৃন্দও। পপলারের বাসিন্দা সাংবাদিক সারোয়ার কবির বলেন, লন্ডনে যে দাঙ্গাবাজ তৎপরতা আশংকাজনকভাবে বেড়েছে, আজমলের মৃত্যু তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। প্রসঙ্গতঃ পুরো বিলেত জুড়ে সাম্প্রতিক সময়ে উগ্রবাদী রাজনৈতিক দল ইংলিশ ডিফেন্স লীগ (ইডিএল) ও বৃটিশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)সহ বিভিন্ন সাম্প্রদায়িক দলের অপতৎপরতা আশংকাজনকভাবে বেড়ে গেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button