সন্ত্রাসবাদ দমনে পাঁচ বছরের পরিকল্পনা নিচ্ছে ব্রিটেন
সন্ত্রাসবাদ দমনে পাঁচ বছরের জন্য একটি পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে ব্রিটেন। গতকাল বার্মিংহামে এক ভাষণে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এই পরিকল্পনা হাতে নেওয়ার কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘আপনারা নিশ্চয় চাইবেন না আপনাদের কোনো কাজ সন্ত্রাসবাদকে উৎসাহিত করুক। এমন কিছু করা ঠিক হবে না, যাতে মুসলিমদের মধ্যে এই বিশ্বাস জাগাতে সাহায্য করে যে, ইহুদিদের সঙ্গে মিলে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।’
ক্যামেরন বলেন, ‘ধর্ম নয়, সন্ত্রাসের প্রসারের কারণ দারিদ্র্য ও বঞ্চনাবোধ। এর আগে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের নির্মূল করার ব্যাপারে তিনি যুক্তরাষ্ট্রকে আরও বেশি সাহায্য করার পরিকল্পনার কথাও জানান। খবর বিবিসি, রয়টার্স ও এএফপির।
বার্মিংহামের বক্তৃতায় ক্যামেরন এভাবে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার জন্য দারিদ্র্য ও বঞ্চনাকে দায়ী করেন। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রনীতিকেও দায়ী করতে ছাড়েননি। তিনি বলেন, এই অবিচার ও উন্নাসিকতার অবসান হওয়া উচিত। তিনি তার বক্তৃতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আইএস দমনের ব্যাপারে ব্রিটেন আরও বেশি সম্পৃক্ত হতে পারে, এমন আভাসও দেন।