৫ লাখ ৫৮ হাজার নতুন পাইলট প্রয়োজন : বোয়িং
আগামী ২০ বছরে বিশ্বে এয়ারলাইন্সগুলোর ৫ লাখ ৫৮ হাজার নতুন পাইলট প্রয়োজন হবে। ঊর্ধ্বমুখী ভ্রমণ চাহিদার বিষয়টি মাথায় রেখে যুক্তরাষ্ট্রের বৃহৎ এয়ারোস্পেস সংস্থা বোয়িং আজ এক রিপোর্টে সম্ভাব্য এ পরিসংখ্যানের পূর্বাভাস দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। রিপোর্ট অনুযায়ী, প্রায় ৪০ শতাংশ বা ২ লাখ ২৬ হাজার নতুন পাইলট প্রয়োজন হবে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। শুধু পাইলট নয়, বিমান রক্ষণাবেক্ষণের জন্য ৬ লাখ ৯ হাজার নতুন প্রকৌশলীও প্রয়োজন হবে। শুধু এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই প্রয়োজন হবে ৩৯ শতাংশ বা ২ লাখ ৩৮ হাজার নতুন পাইলট। আগামী ২০ বছরে বিশ্বে বিমানের সংখ্যায় যোগ হবে আরও ৩৮,০০০ নতুন বিমান। সেই সঙ্গে অতিরিক্ত কর্মীর সংখ্যাও বাড়তে থাকবে। বিশ্বে বোয়িংয়ের মোট ১৭টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। বোয়িং ফ্লাইট সার্ভিসেস-এর ভাইস প্রেসিডেন্ট শেরি চারবেরি বলেছেন, শুধু একটি প্রতিষ্ঠান বিশ্বের এয়ারলাইনের ঊর্ধ্বমুখী এ চাহিদা পূরণ করতে পারবে না। ২০১৪ সালে পাইলটের চাহিদা ৪ এবং বিমান প্রকৌশলীদের চাহিদা বেড়েছিল প্রায় ৫ শতাংশ পর্যন্ত। এ ধারা ঊর্ধ্বমুখী থাকবে।