সাত জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৮

Acsedentঈদের ছুটি শেষে বিভিন্ন সড়ক-মহাসড়কে ফাঁকা রাস্তা পেয়ে অনেকটা বেপরোয়া হয়ে উঠেছে বাস চালকরা। তাদের অসচেতনতার সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়তই ঝরছে তাজা প্রাণ।
বৃহস্পতিবারও দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে বাস এবং ট্রেন দুর্ঘটনায় নারী ও শিশুসহ ২৮ জনের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত। সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটে।
এর মধ্যে গাজীপুরে ট্রেনের ধাক্কায় ৮ টেম্পুযাত্রী, টাঙ্গাইলের বাসাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৯ জন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২, সিলেটে ৪, মুন্সীগঞ্জ ২, মাগুরায় ২ ও মৌলভীবাজারে ১ জন নিহত হয়েছেন।
গাজীপুর : গাজীপুর শহরে ডেমু ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশার ৮ আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনই এক পরিবারের। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-জয়দেবপুর রেলরুটে গাজীপুরের জয়দেবপুর-টঙ্গী স্টেশনের হায়দরাবাদে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- শাহ আলম (২৭), তার স্ত্রী পেয়ারা বেগম (২১), তার মামাতো ভাই চুন্নু মিয়া (২৪), চাচাতো ভাই আল আমিন (২৮) এবং তিন বছর বয়সী এক ছেলে, চার বছরের এক মেয়ে এবং ৬ বছরের এক শ্যালিকা। তাদের বাড়ি নরসিংদীর জিতরামপুরে। তারা নরসিংদী থেকে গাজীপুরের বোর্ডবাজারের খাইলকুড় যাচ্ছিলেন। চালকের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বেলা পৌনে তিনটার দিকে লেভেল ক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে গাজীপুরগামী একটি চলন্ত ডেমু ট্রেন সেটিকে ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই চালকসহ আট আরোহীর মৃত্যু হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠান।
টাঙ্গাইল : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২৫ জন যাত্রী। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বেলা পৌনে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলার পাটখাগুড়ি নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববতি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ধনবাড়ী উপজেলা থেকে ঢাকাগামী বিনিময় পরিবহণের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বাঐখোলা পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বাসটি পাশ্ববতি খাদে উল্টে পরে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ৬ জন যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত যাত্রীদের হাসপাতালে নেয়ার পথে ২ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৫ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা রের্ফাড করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানান।
সিলেট : বেলা ১২টা ৫ মিনিটের দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাক্ষণবাড়িয়া : বেলা সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হন।
নিহত ব্যক্তিরা হলেন- হবিগঞ্জের মাদবপুর উপজেলার ধর্মঘর এলাকার এনামুল হকের ছেলে ইমজামামুল হক (২২)  ও ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার ঘোটুরা এলাকার দরবেশ আলী (৪০)।
দরবেশ আলী সরাইলের ঢাকা-সিলেটর মহাসড়কের কাছে সুপান সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। আহতদের উদ্ধার করে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ : এ ছাড়া বৃহস্পতিবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
মাগুরা : মাগুরা-ফরিদপুর মহাসড়কের কছুন্দী এলাকায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের মধুখালী উপজেলার সীতারামপুর গ্রামের একরাম হোসেনের ছেলে শামছুর রহমান শামীম (২৫) ও একই এলাকার গাড়াখোলা গ্রামের কুরবান আলীর ছেলে ওবাইদুর (২৭)।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কুমারেশ চন্দ্র জানান, বিকালে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি মোটরসাইকেলকে কছুন্দী এলাকায় বিপরীতমুখী একটি বাসকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই আরোহী শামীম ও ওবাইদুরের মৃত্যু হয়।
তিনি আরো জানান, ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। নিহতের পরিবারের সদস্যরা  মৃতেদহ বাড়িতে নিয়ে গেছেন।
মৌলভীবাজার : দুপুর ২টার দিকে মৌলভীবাজার-রাজনগর সড়কে প্রাইভেটকার চাপায় বিলাল মিয়া (৫০)নামে এক বৃদ্ধ নিহত  হয়েছেন। মৃত বিলাল মিয়া মনসুরনগর ইউনিয়নের বানারপার গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে বিলাল রাজনগর সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button