এখন নতুন সন্ত্রাস শুরু হয়েছে এর নাম ‘শিবির সন্ত্রাস’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি জনগণের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, সন্ত্রাস ও লুটপাটকারীদের নির্বাচিত করবেন, নাকি উন্নয়নকারীদের নির্বাচিত করবেন। তিনি বুধবার দুপুরে প্রায় ৪৯ লক্ষ টাকা ব্যয়ে সিলেট মহানগরীর খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুতন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিগত চারদলীয় জোট সরকার দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করেছিলো। দেশের সম্পদ লুটপাট করে দুর্নীতিতে বাংলাদেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছিলো। বর্তমান সরকার সন্ত্রাস প্রতিরোধ করেছে। শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানী খাতে বৈপ্লবিক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছে। তাই ভেবে চিন্তে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে।
অর্থমন্ত্রী বলেন, কখন গ্রেনেড-বোমা হামলা হবে এই আতংকে দেশে একসময় সভা সমাবেশ করা যেত না। বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদকে কঠোরভাবে দমন করে দেশের শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে। কিন্তু এখন নুতন সন্ত্রাস শুরু হয়েছে। এর নাম শিবির সন্ত্রাস। জনগণকে সাথে নিয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. ইসরাইল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ শাহজাহান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, সদর উপজেলা চেয়ারম্যান আশাফাক আহমদ, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব হুমায়ূন আহমদ মাসুদ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি এম এ মবনি খোকা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হুসাইন আলী।