ডিএসইতে ৮শ’ কোটি টাকার বেশি লেনদেন
বাংলাদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় দুই মাস পর লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আজ অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৬৬ পয়েন্ট।
বৃহস্পতিবার এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৮১৩ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা। সর্বশেষ গত ২৮ মে ডিএসইতে ৮৫৮ কোটি ৮১ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে আজ মোট ৩১৬টি কোম্পানির ১৭ কোটি ৪০ লাখ ৯৬ হাজার ১০৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৮১৩ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৮৪১ টাকা, যা আগের দিনের চেয়ে ৯৮ কোটি ৭৭ লাখ টাকা বেশি।
লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত ছিল ৪৯টির দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫২ কোটি ৬৪ লাখ ১৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮১ লাখ ৫৮ হাজার টাকা বেশি।
এদিন মোট লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৭৭টির ও অপরিবর্তিত ছিল ৩৮টির দাম। সিএসইর সার্বিক সূচক বেড়েছে ১৮৯ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, আরএকে সিরামিক, এসিআই, কেপিসিএল, গ্রামীণফোন, শাহজিবাজার পাওয়ার, রেনেটা, বিএসআরএম ও ইসলামী ব্যাংক।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- আলহাজ টেঙটাইল, বিডি ল্যাম্পস, বিএসআরএম, সিএমসি কামাল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, এফবিএফআইএফ, ইবনে সিনা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও বার্জার পেইন্টস।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো- আইসিবি ফার্স্ট এনআরবি, মেঘনা পিইটি, অগ্রণী ইন্স্যুরেন্স, হাক্কানী পাল্প, সায়হাম কটন, ন্যাশনাল হাউজিং, বিডি থাই, এসিআই ফরমুলেশন, জেমিসি সি ফুড ও শাহজিবাজার পাওয়ার।