কৃত্রিম চোখে প্রথম দুনিয়া দেখলেন যিনি

Bionic eye fitted to British pensioner in world firstআশি বছর বয়সে নবজন্ম লাভ করেছেন ব্রিটিশ পেনশনভোগী রবার্ট ফ্লিন।  বিশ্বে তিনিই প্রথম মানুষ যিনি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে  প্রথম দুনিয়া দেখলেন।  গবেষণার সাফল্যে উচ্ছ্বসিত চিকিত্‍সকরা।
বেশ কয়েক বছর হলো সরাসরি কিছু দেখতে পেতেন না ফ্লিন।  কিন্তু বায়োনিক আই অথবা কৃত্রিম চোখের সাহায্যে এখন তা-ই সম্ভব হয়েছে।  এ ব্যবস্থায় চশমার ওপর বসানো খুদে ক্যামেরায় তোলা ছবি থেকে তার রেটিনায় ফিট করা রিসেপ্টরে বার্তা পৌঁছছে।
সেই তড়িত্‍ স্পন্দন সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে মস্তিষ্কে, যেখানে তা বিভিন্ন আকৃতিতে পরিণত হয়ে ফ্রিন্টের মনে দৃশ্য সম্পর্কে প্রায় স্পষ্ট ধারণা তৈরি হচ্ছে।
ম্যাঞ্চেস্টার রয়্যাল চক্যি হাসপাতালের সার্জন অদ্যাপক পাওলো স্ট্যাঙ্গা জানিয়েছেন, রবার্ট ফ্লিনের দৃষ্টিশক্তির উন্নতি সত্যি অভাবনীয়।  তিনি মানুষ ও অন্যান্য বস্তুর অবয়ব যথাযথ দেখতে পাচ্ছেন।
এর আগে একই ধরনের বায়োনিক চোখ মুষ্টিমেয় কিছু রোগীর ওপর ব্যবহার করা হয়েছিল, যারা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছিলেন।  জানা গেছে, বস্তু ও মানুষের অবয়ব তারাও ঠাহর করতে পেরেছিলেন।
চিকিত্‍সকরা আশাবাদী, বিশ্বের প্রায় ২.৫ কোটি মানুষ যারা ফ্লিনের মতো রেটিনার সমস্যায় (এএমডি) ভুগছেন, এ প্রযুক্তির সাহায্যে তাদের দৃষ্টিশক্তি স্বাভাবিক করা সম্ভব হবে।
প্রসঙ্গত, ৮ বছর আগে এএমডি’র প্রকোপে চোখের দৃষ্টি ক্ষীণ হতে শুরু করে রবার্ট ফ্লিনের।  বর্তমানে বায়োনিক চোখের সাহায্যে হারানো দৃষ্টিক্ষমতা অনেকাংশেই ফিরে পেয়েছেন তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button