বিক্রি হয়ে গেল ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমস
একশ’ ৩২ কোটি মার্কিন ডলার ব্যয়ে ব্রিটেনের প্রভাবশালী বাণিজ্য বিষয়ক পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমস (এফ টি) কিনে নিচ্ছে জাপানের নিকেই ইনকরপোরেশন।
বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমসের প্রকাশনা সংস্থা পিয়ারসন এক বিবৃতিতে জাপানের নিকেই’র কাছে পত্রিকাটি বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে।
নিকেই ও পিয়ারসনের মধ্যকার চুক্তি অনুযায়ী, ফিন্যান্সিয়াল টাইমস ছাড়াও ফিন্যান্সিয়াল টাইমস গ্রুপও নিকেই’র স্বত্ত্বে চলে যাচ্ছে। এ গ্রুপে ফিন্যান্সিয়াল টাইমস ছাড়াও কিছু প্রকাশনা বিভাগ রয়েছে।
সংবাদমাধ্যম জানায়, কোম্পানির পতাকাবাহী এই সংবাদ ও প্রকাশনা গ্রুপ নগদে বিক্রি করে পিয়ারসন তাদের প্রধান শিক্ষা ব্যবসায়ের দিকেই মনোযোগ দিতে যাচ্ছে।
এ বিষয়ে পিয়ারসনের প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্যালন বলেন, ‘মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মিডিয়া জগত অবিশ্বাস্যভাবে বিস্তার লাভ করেছে। গণমাধ্যমের জন্য এমন সুন্দর পরিবেশে সাফল্যের জন্য ফিন্যান্সিয়াল টাইমস বিক্রি করাটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এখন কোম্পানি (পিয়ারসন) শিক্ষা ব্যবসায়ে মনোযোগ দিবে।’
পিয়ারসন গ্রুপের স্বত্ত্বে দীর্ঘ ৬০ বছর থাকার পর ফিন্যান্সিয়াল টাইমস কেনার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে নিকেই ইনকরপোরেশনও।