পুলিশ হেফাজতে মৃত্যু : রিভিউর ঘোষণা হোম সেক্রেটারীর

Teresa Mayপুলিশ হেফাজতে থাকা আসামীদের মৃত্যু এবং মারাত্মক কোনো দুর্ঘটনার বিষয়ে বড় ধরনের একটি রিভিউর ঘোষণা দিয়েছেন হোম সেক্রেটারী থেরেসা ম্যা। বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্টে দেখা গেছে, গত ৫ বছরের ভেতরে পুলিশ হেফাজতে সবচাইতে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ২০১৪ সালে। এসব ঘটনায় কোনো অফিসারকেই দোষী সাব্যস্ত করা হয়নি।
মার্সিয়া রিগ এবং তার আইনজীবি ডানিয়েল ম্যাকোভারের মিশন শেষ পর্যন্ত সফল হতে শুরু করেছে। বৃকস্টনের বাসিন্দা মার্সিয়ার ভাই সোয়ান রিগ ২০০৮ সালে পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেন। ২৪ বছরের সোয়ান পেশায় মিউজিশিয়ান ছিলেন। একটি ঘটনাকে কেন্দ্র করে তাকে হ্যান্ডকাফ পড়া অবস্থায় মাঠিতে উপুড় হয়ে শোতে বাধ্য করা হয়। এর পরে তাকে বৃকস্টন পুলিশ স্টেশনের কাস্টডিতে নেওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেখানে গিয়েও তিনি ফ্লোরে পড়ে যান। কিছুক্ষণ পরে পুলিশ কাস্টডিতে মৃত্যুবরণ করেন সোয়ান রিগ। তার শরীরের উপর পুলিশ অফিসারদের অযথা শক্তিপ্রয়োগ এবং চাপের কারণেই তার মৃত্যু হয় বলে তদন্তেও বেরিয়ে আসে। কিন্তু এ কারণে কোনো পুলিশ অফিসারকে অভিযুক্ত করা হয়নি। এরপর থেকেই পুলিশ হেফাজতে মৃৃত্যু বন্ধে ক্যাম্পেইনে নামেন মার্সিয়া রিগ। বৃহস্পতিবার বৃকস্টন পুলিশ স্টেশনের কয়েকগজ দূরে একটি হলে, হোম সেক্রেটারী থেরেসা মে ইংল্যান্ড এবং ওয়েলসে পুলিশ হেফাজতে মৃত্যুর কারণগুলোকে নতুন করে খতিয়ে দেখার ঘোষণা দেন। এ অনুষ্ঠানে বৃকস্টনে পুলিশ হেফাজতে মৃত্যুবরণকারী সোয়ানের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
২০০৪ সাল থেকে ২০১৪ সালের ভেতরে পুলিশ হেফাজতে ২শ ২৪টি মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০১৪ সালেই ঘটে ১৭টি। এসব মৃত্যুর দায়ে কোনো অফিসারকে অভিযুক্ত করা হয়নি। ক্যাম্পেইনাররা বলছেন/পুলিশ হেফাজতে মৃতদের মধ্যে ব্ল্যাক এবং মাইনোরিটি কমিউনিটির সংখ্যা বেশি। এর আগেও পুলিশ হেফাজতে মৃত্যুর কারণ নিয়ে রিভিউ হয়েছে। তবে বাস্তবে তা কার্যকর হয়নি। এবার হবে বলে আশা করছেন তারা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button