কম্বোডিয়া যুদ্ধ নিয়ে চলচ্চিত্র বানাবেন জোলি
ক্যামেরার সামনে থেকে পেছনে গেলেন অভিনেত্রী এঞ্জেলিনা জোলি? অভিনয় জগতে বরাবরই সুনাম কুড়িয়ে আসছেন তিনি। এবার হয়তো ক্যামেরার পেছনে থেকেই ঝড় তুলবেন এক সময় রূপালী পর্দা কাঁপানো এ বিশ্বসুন্দরী অভিনেত্রী। কম্বোডিয়ার খেমারুজ শাসনামলের যুদ্ধের বিভীষিকাময় ঘটনার আশ্রয়ে জীবনের প্রথম চলচ্চিত্র নির্মাণ করবেন তিনি। মানবাধিকার কর্মী লৌং উং দেশটির যুদ্ধের ভয়াবহতা, নৃশংস ঘটনার আলোকে রচনা করেছেন আÍজীবনীমূলক গ্রন্থ ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার; এ ডটর অব কম্বোডিয়া রিমেম্বার্স’। এ গ্রন্থের মূল চরিত্র যুদ্ধের হিংস্রতায় ভীতসন্ত্রস্ত একটি শিশু। আর এ অনবদ্য সৃষ্টি শিশু চরিত্রটিকে নিয়েই বইটির ঘটনাগুলোকে অভিনয় শিল্পের রূপ দেবেন জোলি। আমেরিকার বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান নেটফিক্সের জন্য নির্মাণ করা হবে এ চলচ্চিত্র। ২০১৬ সালের শেষ নাগাত ওই প্রতিষ্ঠানেই চলচ্চিত্রটির শুভমুক্তি দেবেন বলে বৃহস্পতিবার এএফপিকে জানিয়েছেন জোলি। শুক্রবার এ খবর প্রকাশ করেছে এএফপি।
জোলি বলেন, এ ছবিটি নির্মাণ করতে পারলে কম্বোডিয়দের কাছে টানতে পারব আমি। এছাড়া যুদ্ধক্ষেত্রে শিশুরা কতটা বিপদে থাকে তাও তুলে ধরব আমি। ছবিটির কাজ চলাকালে কম্বোডিয়া থেকে দত্তক নেয়া তার জ্যেষ্ঠপুত্র ম্যাডক্সকে (১৩) রাখবেন তার পাশে।