বাংলাদেশকে উদাহরণ হিসেবে তুলে ধরেন ওবামা
দুইদিনের সফরে কেনিয়ায় আছেন ওবামা। সেখানের বাংলাদেশকে উদাহরণ হিসেবে টেনে বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে কেনীয় প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সাথে বৈশ্বিক উদ্যোক্তা বিষয়ক এক যৌথ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি বাংলাদেশকে উদাহরণ হিসেবে তুলে ধরেন।
এই সময় বারাক ওবামা বলেন, আফ্রিকা বর্তমান বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে দ্রুত অগ্রসরমান অঞ্চল। তবে এ অঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতকে বাণিজ্য সম্প্রসারণে ব্যবহার করতে হবে। বর্তমানে জিম্বাবুয়ে থেকে শুরু করে বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। দৈনন্দিন জীবন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত এসব দেশে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
প্রেসিডেন্ট হওয়ার পর পিতার দেশে প্রথম আনুষ্ঠানিক সফরে সৎ দাদি, সৎ বোন ও বাবার পরিবারের আত্মীয়-স্বজনদের সঙ্গে রাতের খাবার খেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তার বাবার সমাধিতে যেতে পারছেন না তিনি।