অবকাশ কাটাতে ফরাসি সৈকতে সৌদি বাদশাহ

King Salmanসহস্রাধিক সফরসঙ্গী নিয়ে পশ্চিম ফ্রান্সের রিভিরা সমুদ্র সৈকতের নিজের বাড়িতে অবকাশ কাটাতে উপস্থিত হয়েছেন সৌদি বাদশা সালমান। শুক্রবার তিনি এখানে পৌঁছান এবং তিন সপ্তাহ অবকাশ কাটাবেন। সৌদি বাদশার সফরে এ অঞ্চলে অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তারা এ সফরকে আশীর্বাদ হিসেবেই দেখছেন। তবে সৌদি রাজপরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য সৈকতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় বহু লোক অসন্তুষ্ট।
সৌদি বাদশার এ অবকাশযাপনকালে তার ঘনিষ্ঠজনরা তাকে সঙ্গ দিচ্ছেন। সৌদি বাদশার ওই পারবারিক ভিলা প্রায় এক মাইলজুড়ে অবস্থিত। ১৯৭৯ সালে এটি কেনেন পরবর্তী বাদশাহ ফাহদ। সৌদি বাদশার সফরে উল্লাস প্রকাশ করে স্থানীয় হোটেল ম্যানেজারদের সমিতির সভাপতি মাইকেল শেভিলন বলেন, স্পষ্টতই এটা শুভ সংবাদ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button