ত্রিপোলিতে জোড়া বোমা হামলা : নিহত ২৭
লেবাননের উত্তরাঞ্চলীয় ত্রিপোলি শহরে পরপর দু’টি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩৫৮ জনেরও বেশি লোক আহত হয়েছে; আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
সেদেশের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ত্রিপোলির কেন্দ্রস্থলে বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব মিকাতির বাসভভনের কাছে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। তবে বিস্ফোরণের সময় তিনি ত্রিপোলিতে ছিলেন না বলে তার দফতর জানিয়েছে।
লেবাননের টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে একাধিক ভবনের সামনের দিক উড়ে গেছে এবং এর সামনে বেশ কিছু গাড়ি আগুন জ্বলছে। পথচারীরা আহতদের উদ্ধারের জন্য ছুটে যাচ্ছেন।
দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় লেবাননের সাবেক পুলিশ প্রধান আশরাফ রিফি’র বাসভবনের কাছে। দু’টি বোমা হামলাই চালানো হয় শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের ভিড়ের মধ্যে। ত্রিপোলি শহরে প্রতিবেশি দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ও বিরোধীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে।
রাজধানী বৈরুতে এক আত্মঘাতী বোমা হামলায় ২৭ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর ত্রিপোলিতে জোড়া বোমা হামলা চালানো হলো। বৈরুতের হামলার সঙ্গে উগ্র সালাফি গোষ্ঠীগুলো জড়িত বলে মনে করা হচ্ছে।