আগামী জুনে ইইউ প্রশ্নে রেফারেন্ডাম : ডেভিড ক্যামেরন
সৈয়দ শাহ সেলিম আহমেদ: ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন ইউরোপীয় ইউনিয়ন রিফর্ম নিয়ে তার গোপন ফার্স্ট ট্র্যাক প্ল্যান উপস্থাপন করেছেন এমপিদের কাছে, যা আগামী অক্টোবরে কনজারভেটিভ কনফারেন্সে উম্মোচিত হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন চাচ্ছেন আগামী জুন মাসে ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার প্রশ্নে ব্রিটিশ জনগনের মতামত গণভোট নিতে, যাতে তিনি ইউনিয়ন সংস্কারের ব্যাপারে তার দরকষাকষি ভালো ও য্যুৎসই ভাবে চালিয়ে যেতে পারেন। যদিও তিনি এর পূর্বে গণভোট প্রশ্নে ২০১৭ সালের মধ্যে নির্ধারণ করে দিয়েছিলেন।
গত ফেব্রুয়ারিতে তিনি এমপিদের এক গোপন বৈঠকে ব্রিফ করেছিলেন, রেফারেন্ডাম এগিয়ে এনে ২০১৬ সালের মধ্যে সম্পন্ন করার। আজকে তার এই ফার্স্ট ট্র্যাক প্ল্যান প্রকাশ করে বলেছেন জুনের মধ্যে রেফারেন্ডাম সম্পন্ন করতে। রিপোর্টে সেটাই বলা আছে। ইতোমধ্যে অনেকেই বলাবলি করলেই রেফারেন্ডামের প্রকৃত তারিখ নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছিলো। তবে আজকের রিপোর্টে সেটাই প্রকাশিত হলো।
লন্ডনের মেয়র বরিস জনসন এবং পিটার বোন সহ সিনিয়র টোরি নেতৃবৃন্দ ডেভিড ক্যামেরনের এই আর্লি রেফারেন্ডামকে সমর্থন করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
ক্যামেরন চান ব্রাসেলসের সাথে তার প্রস্তাবিত সংস্কার নিয়ে দরকষাকষি করতে এবং রেফারেন্ডাম হয়ে গেলে এ ক্ষেত্রে ক্যামেরন আরো সুবিধাজনক অবস্থানে থাকবেন বলে তার ঘনিষ্ট উপদেষ্ঠারা মনে করছেন।
সম্প্রতি গ্রিসের বেইল আউট প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে টানাপোড়েন চলছিলো, ক্যামেরন চাচ্ছেননা, ব্রিটেনের ক্ষেত্রে সে সুযোগের ফাক ফোকড় রাখতে। তিনি ২৭টি ইউরোপীয় দেশ ভ্রমণ করে তার সংস্কার প্রস্তাব তুলে ধরেছেন, যা চ্যান্সেলর মার্কেলও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। যদিও পোল্যান্ড বিরোধীতা করেছে।
রিপোর্ট বলছে, ক্যামেরন তার ঘনিষ্টদের বলেছেন, যত তাড়াতাড়ি রেফারেন্ডাম হয়ে যাবে, তত তিনি ২৭ দেশের সাথে আরো বেশী পরিমাণে তার প্রস্তাবিত সংস্কারের ব্যাপারে প্রভাবান্বিত করতে পারবেন।