মমতাকে আক্ষেপের চিঠি ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এতটা পথ পাড়ি দিয়ে কলকাতা থেকে লন্ডনে গেলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সাক্ষাৎ হল না ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে। তাই দুঃখ প্রকাশ করে মমতাকে চিঠি লিখলেন ক্যামেরন।
বছর দুয়েক আগে নিজে কলকাতায় গিয়ে মমতার সঙ্গে দেখা করেছিলেন ক্যামেরন। সেসময় তিনি লন্ডনে আসার জন্য মমতাকে আমন্ত্রণ জানিয়ে আসেন। কিন্তু ঘটনাচক্রে মমতা যখন লন্ডনে এসেছেন, সে সময় ক্যামেরন জরুরি কাজে দেশের বাইরে।
চিঠিতে ক্যামেরন বলেন, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে মন্ত্রী প্রীতি পটেল মমতার সঙ্গে কথাবার্তা বলবেন। আপনার এই সফরে দু’দেশের মধ্যে কুড়িটিরও বেশি মউ স্বাক্ষরিত হবে। এর ফলে ইতিবাচক উদ্যোগের একটা উজ্জ্বল ছবি ফুটে উঠবে।
এ বছরের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে তিনি ব্রিটেনে আসার আমন্ত্রণ জানিয়েছেন, সে কথাও চিঠিতে উল্লেখ করেছেন ক্যামেরন। নিজের আঁকা একটি ছবি মমতা নিয়ে এসেছিলেন ক্যামেরনের জন্য। চিঠি পড়ে দৃশ্যতই খুশি মমতা সোমবার বলেন, ক্যামেরন এই সফর নিয়ে কতটা আন্তরিক, সেটা এই চিঠির ভেতর দিয়েই বোঝা যায়।