ওয়েস্টমিনিস্টারে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
ওয়েস্টমিনিস্টার কাউন্সিলের লর্ড মেয়র দি লেডী ফ্লাইট কর্তৃক আয়োজিত হল ঈদ রিসেপশন। গত ২১ জুলাই ওয়েস্টমিনিস্টার সিটি হলে বিভিন্ন কমিউনিটির লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত রিসেপশনে স্বাগত বক্তব্যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান লর্ড মেয়র, দি লেডী ফ্লাইট। তিনি বলেন, আমাদের এই ওয়েস্টমিনিস্টারে বিভিন্ন বর্ণ, ধর্মের লোকদের বসবাস। আমরা সবাই সৌহার্দপূর্ণ পরিবেশে বসবাস করে আসছি। আমাদের এই ভ্রাতৃত্ব যাতে অটুট থাকে সে জন্যে আমরা সবাই সচেষ্ট থাকব। লর্ড মেয়র আরো বলেন, আমার কাউন্সিল সবার উন্নয়নে কাজ করে যাবে। অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন, ওয়েস্টমিনিস্টার বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান শায়েস্তা মিয়া। তিনি সবার পক্ষ থেকে এমন আয়োজনের জন্যে লর্ড মেয়রকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম, এখানে হিংসা-হানাহানির কোন স্থান নেই। শান্তি প্রতিষ্ঠাই ইসলাম ধর্মের মূল লক্ষ্য। উগ্রবাদের সাথে শান্তির ধর্ম ইসলামের কোন সম্পর্ক নেই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় এলাকার ইউরোপিয়ান পার্লামেন্টের এমপি সাইদ কামাল, কাউন্সিলার জ্যাকি উইলকিন্সন, কাউন্সিলার স্টিভ সামারস, কাউন্সিলারশ শামীম তালুকদার, কাউন্সিলার রিতা বেগম, সিটিওয়েস্ট হোমসের প্রধান নির্বাহী জোনাথন কাউয়ি, স্থানীয় কমিউনিটি নেতা কামাল উদ্দিন, আব্দুস সোবহান, মোঃ শাহজাহান, কাপ্তান উল্লাহ্, জানু মিয়া, আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল ইসলাম সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ও তাদের পরিবার।