২ হাজার অভিবাসীর ব্রিটেনে অনুপ্রবেশের চেষ্টা
চ্যানেল টানেলের শেষ প্রান্তভাগ ফ্রান্সের কোকুয়েলস অতিক্রম করে ২ হাজার অবৈধ অনুপ্রবেশকারী ব্রিটেনে প্রবেশের চেষ্টা করছে বলে ইউরোটানেলের কর্তৃপক্ষ অভিযোগ তুলেছে।
গতকাল সোমবার রাতে তারা ব্রিটেনে প্রবেশের অবৈধ চেষ্টা করছিল বলে কর্তৃপক্ষের দাবি। ইউরোটানেলে অবৈধ অভিবাসী, পাচারকারী দল এবং চোরাকারবারীদের দৌরাত্ম্যে বেশ ঝামেলা পোহাতে হয় ব্রিটেনকে। যার ফলাফলও হয় ভয়াবহ।
তবে ওই ২ হাজার অভিবাসী ঠিক কোন স্থান থেকে এসেছে সেটা জানাতে পারেননি কর্তৃপক্ষ। ইউরোটানেলের এক মুখপাত্র বলেন, গত দেড়মাসে এই পথে ব্রিটেনে বহি:শত্রুর প্রবেশ বড় আকারে বেড়ে গেছে।
এসব বহি:শত্রুদের ঠেকাতে তাদের নতুন কার্যসূচিরও বিঘ্ন ঘটছে বলে অভিযোগ কর্তৃপক্ষের। ব্রিটেনের এ জাতীয় সমস্যা সমাধানে বৃটেন সরকারে আশু হস্তক্ষেপ কামনা করছেন তারা।
তবে এখনও ইউরোটানেল কর্তৃপক্ষ এসব অনু্প্রবেশকারীদের ব্যাপারে বেশ সজাগ অবস্থানে রয়েছেন। হুশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, ‘যত দ্রুত পার তোমরা নিজেদের ভূমিতে ফিরে যাও। অনুপবেশ ঠেকাতে আমরা কঠোর অবস্থানে।’