স্পেশাল অলিম্পিকসে বাংলাদেশের প্রথম স্বর্ণ
অলিম্পিক গেমসে কখনোই পদকের দেখা পায়নি বাংলাদেশ। তবে প্রতিবন্ধী ক্রীড়াবিদরা প্রতি আসরেই এদেশের মুখ উজ্জ্বল করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এবারের স্পেশাল অলিম্পিকসে স্বর্ণ পদকের তালিকায় নাম লেখালেন বাংলাদেশের সাঁতারু পারুল আকতার। ১০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জিতে এই সাঁতারু। এ ছাড়া ২৫ মিটার ব্যাক স্টোকে মোহাম্মদ শাহিন রৌপ্য, একই ইভেন্টে মুন্নি আক্তার ব্রোঞ্জ জেতেন। এ ছাড়া ৫০ মিটার ব্রেস্ট স্টোকে আরিফ আমান রোহান ব্রোঞ্জ জেতেন। এ ছাড়া ফুটবলে ভারতকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। তারা আবার ১-১ গোলে ড্র করেছে মেক্সিকোর সঙ্গে।