তৈরি পোশাকে বাংলাদেশই শ্রেষ্ঠ

garmentsতৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ, শ্রমিকদের নিরাপত্তা ও জীবনমান নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ থাকলেও বাংলাদেশ থেকে পোশাক নিতেই বিদেশি ক্রেতারা সবচেয়ে আগ্রহী।
রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে এক হাজার একশ’র বেশি শ্রমিকের প্রাণহানির ঘটনার পর পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী যে আলোচনার ঝড় ওঠে তাতে বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয়।
তবে বিশ্বের অন্য যে কোনো জায়গার তুলনায় বাংলাদেশেই সবচেয়ে কম দামে তৈরি পোশাক পাওয়া যাওয়ায় এদেশের দিকেই বিদেশি ক্রেতাদের নজর বলে রয়টার্স জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সাভারের ঘটনার পর ভারত ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর পোশাক ব্যবসায়ীরা ভেবেছিলেন, এবার ক্রেতারা তাদের দিকেই ঝুঁকবেন।
কিন্তু চীন ছাড়া ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ক্যাম্বোডিয়া ও ভিয়েতনামসহ এশিয়ার শীর্ষ পোশাক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যায় ভিন্ন চিত্র।
তারা বলেন- বিদেশি ক্রেতারা এখনো তাদের কাছে আসছেন না। দামের দিকটা দেখলে বাংলাদেশই সেরা।
এ বিষয়ে ভারতভিত্তিক একটি তৈরি পোশাক আমদানি পরামর্শক প্রতিষ্ঠানের চেয়ারম্যান অরবিন্দ সিংঘাল বলেন, “তৈরি পোশাক খাতে বাংলাদেশের শূন্য থেকে নায়ক বনে যাওয়ার পিছনে কারণ হচ্ছে, বিশ্বের আর কোনো দেশে এর চেয়ে সস্তায় শ্রম পাওয়া যায় না। অন্যান্য খরচও বাংলাদেশে কম।”

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button