উবারের বিরুদ্ধে লিগ্যাল এ্যাকশনে যাচ্ছে জিএমবি
ড্রাইভারদের ন্যায্য অধিকার আদায়ের দাবীতে লন্ডনের মোবাইল এ্যাপ বেইজড মিনিক্যাব বোকিং কোম্পানী উবারের বিরুদ্ধে লিগ্যাল এক্যাশনে যাচ্ছে জিএমবি। প্রফেশনাল ড্রাইভারদের ইউনিয়ন জিএমবি দাবী করছে, উবারে কর্মরত ক্যাব ড্রাইভারদের এমপ্লয়ি হিসাবে না দেখে পার্টনার হিসাবে দেখা হয়। ড্রাইভারদের এমপ্লয়ি হিসাবে না দেখার কারণে বেতন, হলিডে এবং হেলথ এন্ড সেফটি আইন ভঙ্গ করা হচ্ছে বলে মনে করছে ইউনিয়ন। ড্রাইভারদের প্রকৃত বেতনসহ অন্যান্য ন্যায্য দাবী আদায়ের জন্য ইতোমধ্যে একটি লো ফার্মকে নিয়োগ করেছে ইউনিয়ন। এর মাধ্যমে ড্রাইভারদের প্রকৃত বেতনের অধিকার আদায় করা সম্ভব বলে মনে করছে লো ফার্মটি। অন্যদিকে উবারের একমূখপাত্র বলেছেন, ড্রাইভাররা উবারে কাজ করেন কারণ তারা নিজেকে নিজের বস হিসাবে ভাবতে ভালোবাসেন তাই। ড্রাইভারদের এমপ্লয়ি হিসাবে দেখলে বরং তারা তাদের ফ্ল্যাক্সিবিলিটি হারাবেন। তখন তাদেরকে উবারের ক্যাবিংকে জব হিসাবে দেখতে হবে।
উল্লেখ্য লন্ডনে উবার মিনিক্যাব কোম্পানী চালু হবার পর গত মে মাসে প্রকাশিত ট্রান্সপোর্ট ফর লন্ডনের এক রিপোর্টে বলা হয়েছিলো, লন্ডনে মিনিক্যাব লাইসেন্সের সংখ্যা গত ১২ মাসে ৫২ হাজার থেকে বেড়ে ৭৭ হাজারে গিয়েছে। এর বেশিভাগই হলেন উবারের ড্রাইভার। উবার চলে মোবাইল এ্যাপের মাধ্যমে।