ওয়েলস প্রবাসী দুই ফুটবলার ঢাকায়
ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ও অস্ট্রেলিয়া প্রবাসী রিয়াসত ইসলামের পর আরও দুই প্রবাসী ফুটবলার এখন ঢাকায়। জাতীয় ফুটবল দলের হয়ে ট্রায়াল দিতে বুধবার ঢাকায় এসেছেন ওয়েলসের এই দুই প্রবাসী। তারা হলেন- মোহাম্মদ আকমল আলী ও রিজওয়ান আহমেদ। দুজনই রক্ষণভাগের খেলোয়াড়। ওয়েলসে খেলেন দ্বিতীয় বিভাগের ক্লাব দিনাজ পয়েজে। এই ক্লাবের হয়েই খেলেন পাকিস্তানের আতিফ বাশার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে দুতিনদিন সময় নেবেন আকমল ও রিজওয়ান। এরপর অনুশীলন শুরু করবেন তারা। এর মধ্যে বাফুফের কোচদের কাছে ট্রায়ালও দেবেন দুই প্রবাসী। ট্রায়াল শেষে ৯ আগস্ট তাদের ওয়েলসে ফিরে আসার কথা রয়েছে।
এর আগে জামাল ভূঁইয়াই জাতীয় দলের ডাচ কোচ ডি ক্রুইফের মন জোগাতে পেরেছিলেন। যে কারণে জামাল জাতীয় দলে খেলছেন। আকমল আলীর বাড়ি সিলেটে। এর আগে দুবার দেশে এসেছেন তিনি। তার দাবি, ওয়েলস অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছিলেন। তবে চূড়ান্ত দলে সুযোগ হয়নি তার। এদিকে রিজওয়ান ফয়েজের আদর্শ ব্রাজিলের রবার্তো কার্লোস। তার ক্লাব দিনাজ পয়েজের সতীর্থ পাকিস্তানি আতিফ বাশার পাকিস্তান জাতীয় দলে খেলে থাকেন। রিজওয়ানের কথা, আতিফ পাকিস্তান জাতীয় দলে খেলতে পারলে আমি কেন আমার দেশের হয়ে খেলতে পারব না। এই অনুপ্রেরণা থেকেই আমি ট্রায়ালে এসেছি। আকমল আলী বলেন, জাতীয় দলের জার্সি গায়ে খেলার স্বপ্ন অনেকদিনের। তাই ট্রায়াল দিতে এসেছি। ট্রায়ালে ভালো করলে নিশ্চয়ই কোচের চোখে পড়ব। এর আগে আনন্দ রহমান, রিয়াসাত ইসলাম, জামাল ভূঁইয়া ও ফারহান খান বাংলাদেশ জাতীয় দলে ট্রায়াল দিয়েছেন।