জাফলংয়ে টুরিস্ট পুলিশের কার্যক্রম শুরু
জাফলংয়ে শুরু হয়েছে টুরিস্ট পুলিশ সেবা। সমপ্রতি সিলেটের পুলিশ বিভাগের উদ্যোগে শুরু হওয়ায় এ সেবায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী ও আগত পর্যটক দর্শনার্থীরা। স্থানীয় পাথর, হোটেল ব্যবসায়ী ও দোকানিরা জানান টুরিস্ট পুলিশ সেবার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জাফলংয়ে ঘুরতে আসা পর্যটক-দর্শনার্থীরা নিরাপদে তাদের ভ্রমণপর্ব শেষ করতে পারছেন। এজন্য তারা জেলা পুলিশ সুপারকে অভিনন্দন জানান।
বল্লাঘাটের ক্ষুধা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সফিকুল ইসলাম বিক্রমপুরী জানান এটা একটা মহতী উদ্যোগ।
বল্লাঘাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি খায়রুল ইসলাম জানান, এখানে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা বিধানে সরকারের এ মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। টুরিস্ট পুলিশের শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে পর্যটক, দর্শনার্থী ভোগান্তি হ্রাস পাবে।
জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু জানান, জাফলংয়ে ঘুরতে আসা পর্যটক, দর্শনার্থীদের নিরাপত্তা বিধানে সরকারের এ মহতী উদ্যোগ প্রসংশনীয়।
এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (টুরিস্ট পুলিশ সিলেট জোন) এ কে এম গনি উজ্জামান লস্কর জানান, টুরিস্ট পুলিশ কার্যক্রম চালুর মধ্য দিয়ে জাফলংয়ের আইনশৃঙ্খলাও স্বাভাবিক থাকবে, এখন থেকে জাফলংয়ের পর্যটকদের মধ্যে ইভটিজিং, ছিনতাই চুরির মতো ঘটনা হ্রাস পাবে।