লন্ডন আসতে পারেন খালেদা জিয়া
ব্যক্তিগত সফরে শিগগির লন্ডন আসতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মূলত পুত্র তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেই তিনি লন্ডনে আসবেন বলে জানা গেছে।
জিয়া পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আগস্টের দ্বিতীয় সপ্তাহে খালেদা জিয়া লন্ডন আসতে চান। এ ব্যাপারে প্রস্তুতি নেয়া হচ্ছে। এটি একান্তই তার ব্যক্তিগত সফর। সূত্রমতে, পারিবাররিক সফর হলেও এই সফর রাজনৈতিক গুরুত্ব পাবে। সেখানে দল পুনর্গঠনসহ পরবর্তী রাজনৈতিক বিষয়ে তারেক রহমানের সঙ্গে তার আলোচনা হবে এটাই স্বাভাবিক। এছাড়া যুক্তরাজ্য সরকারের উচ্চপদস্থ কয়েকজন ব্যক্তির সঙ্গে খালেদা জিয়ার দেখা হতে পারেন। এছাড়া বাঙালি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিকদের সঙ্গেও তার দেখা হতে পারে।
প্রসঙ্গত, রমজানের শেষের দিকে খালেদা জিয়া এবং তারেক রহমানের ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে শেষ পর্যন্ত তাদের সেখানে যাওয়া হয়নি। ফলে দেখা হয়নি মা ও ছেলের। এর আগে ২০১৪ সালের রমজানে খালেদা জিয়া ও তারেক রহমানের দেখা হয় সৌদি আরবে। সে সময় তারেক রহমান লন্ডন থেকে পুরো পরিবার নিয়ে ওমরাহ করতে যান।