ফিলিস্তিনীদের অনশন ভাঙাতে ইসরাইলে নতুন আইন

israelইসরাইলি কারাগারে অনশনরত ফিলিস্তিনী বন্দিদের জোর করে খাওয়াতে বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে একটি নতুন আইন পাস হয়েছে। তবে তেলআবিব সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশটির চিকিৎসক সমিতি।
বৃহস্পতিবার সকালে তীব্র বাদানুবাদের পর ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে এই আইন পাস হয়। এর পক্ষে ৪৬ সংসদ সদস্য এবং বিরুদ্ধে ভোট দেন ৪০ জন। ফিলিস্তিনি বন্দীদের অনশন নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগের মধ্যে রয়েছে নেতানিয়াহু সরকার। এ নিয়ে তাদের অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেমেও ব্যাপক বিক্ষোভ মোকাবিলা করতে হচ্ছে। এদিকে অনশনরত ফিলিস্তিনীদের জোর করে খাওয়ানোর এই আইনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে ইসরাইলের চিকিৎসক সমিতি। তারা এ আইনকে এক ধরনের নির্যাতন এবং চিকিৎসার জন্য ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে। তারা ইসরাইলি চিকিৎসকদের প্রতি এই আইনটি প্রত্যাহারের দাবি জানিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button