স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়ে আর কোনো গণভোট নয়
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, তিনি ক্ষমতায় থাকা পর্যন্ত স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়ে আর কোনো গণভোট হতে দেবেন না।
স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে আর কোনো গণভোটের প্রয়োজন নেই দাবি করে তিনি বলেছেন, ২০২০ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় আছেন এবং এর মধ্যে আর কোনো গণভোট হতে দেবেন না।
গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এ সংক্রান্ত গণভোটকে চূড়ান্ত হিসেবে উল্লেখ করেন তিনি। এ গণভোটে অল্প ব্যবধানে স্বাধীনতাকামীরা পরাজিত হয় এবং যুক্তরাজ্যের সঙ্গে থাকতে রাজী হয় স্কটল্যান্ড।
ব্রিটিশ প্রধানমন্ত্রী এ ধরনের শক্ত অবস্থান ঘোষণা করলেও স্কটিশ ন্যাশনাল পার্টির সাবেক নেতা এবং স্বাধীন স্কটল্যান্ডের দাবির আপসহীন নেতা অ্যালেক্স স্যামন্ড মনে করেন, আরেকটি গণভোট অনিবার্য হয়ে পড়েছে।