‘ব্যর্থ আশ্রয়প্রার্থী’দের উচ্ছেদের উদ্যোগ ইংল্যান্ডের
ইংল্যান্ডের সরকার ‘ব্যর্থ আশ্রয়প্রার্থী’ বা যাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন গৃহীত হয়নি তাদেরকে অর্থ সহায়তা বন্ধের পরিকল্পনা করছে।
দেশটিতে এখন এ রকম ১০ হাজার মানুষ সরকারের কাছ থেকে সপ্তাহে ৩৬ পাউন্ড করে পাচ্ছে।
নতুন অভিবাসন বিল অনুযায়ী, ইংল্যান্ডে বসবাস করার অধিকার হারানো অভিবাসীদেরকে উচ্ছেদ করতে বলা হয়েছে বাড়ির মালিকদের।
যেসব বাড়িওয়ালা অবৈধ অভিবাসীদের উচ্ছেদ করতে ব্যর্থ হবে অথবা বাড়ি ভাড়া দেয়ার পূর্বে তাদের বৈধতা যাচাই করবে না তাদেরকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়ার বিধান থাকছে এই বিলে।
কমিউনিটি বিষয়ক মন্ত্রী গ্রেগ ক্লার্ক বলেন, যেসব ‘উচ্ছৃঙ্খল’ বাড়িওয়ালা অবৈধ অভিবাসীদের দিয়ে অতিরিক্ত অর্থ কামিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে এবার সরকার কঠোর হবে।
অবশ্য এই উদ্যোগ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে।
রোববার সুইডেনের একজন মন্ত্রী মরগান জোহানসন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কঠোর সমালোচনা করে বলেছেন, ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের আবেদনের শুনানি হওয়ার আগেই তাদের অবৈধ বলে চিহ্নিত করা রেওয়াজ শুরু হয়েছে।