সৌদি বাদশা আগেভাগেই ছেড়ে গেলেন ফরাসি সৈকত
বিতর্কের মধ্যেই ফ্রান্সের রিভিরা সমুদ্র সৈকতে অবকাশযাপন সংক্ষিপ্ত করলেন সৌদি বাদশা সালমান। তিন সপ্তাহ এখানে অবকাশযাপনের কথা থাকলেও আট দিন পর তিনি সমুদ্র সৈকত ছেড়ে মরক্কো চলে গেছেন।
সালমানের নিরাপত্তার জন্য সমুদ্র সৈকতটি জনসাধারণের জন্য বন্ধ করে দেয়ায় ক্ষোভের সৃষ্টি হয়। ১ লাখ লোক এর বিরুদ্ধে আবেদনে স্বাক্ষর করেন।
সৌদি বাদশা অন্তত ১০০০ সফরসঙ্গী নিয়ে এখানে অবকাশযাপনে আসেন। সৌদি রাজপরিবারের এখানে ১ মাইল দীর্ঘ একটি ভিলা রয়েছে। সালমান আবার এই গ্রীষ্মে এখানে ফিরবেন কিনা তা নিশ্চিত নয়।
সৌদি কর্মকর্তারা দাবি করেছেন, সালমানের সফর নিয়ে গণমাধ্যমে আলোচনার কারণে তিনি সফর সংক্ষিপ্ত করেননি। বরং এটি তার অবকাশ কর্মসূচির অংশ।