ব্রিটেনে ‘হয়রানি’ করে দাতব্যের অর্থ সংগ্রহে হুঁশিয়ারি
অর্থ সংগ্রহের আগ্রাসী কৌশল বন্ধ না করলে ব্রিটেনে দাতব্য কর্মের ওপর ফৌজদারি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। নিয়ন্ত্রক সংস্থা চ্যারিটি কমিশনের চেয়ারম্যান উইলিয়াম শক্রস বিষয়টি নিয়ে সতর্কতা উচ্চারণ করেছেন।
শক্রস টাইম ম্যাগাজিনকে বলেন, নিয়ন্ত্রণ ব্যর্থ হওয়ায় তথাকথিত ‘চাগারদের’ দ্বারা রাস্তায় অর্থ সংগ্রহের মতো কাজগুলো চ্যারিটি কমিশন নিজেই তদারকি করবে। তিনি বলেন, ৯২ বছর বয়সী পোস্ত বিক্রেতা ওলিভ কুকের মৃত্যু এই ইস্যুটিকে সবার দৃষ্টিগোচরে নিয়ে এসেছে।
উল্লেখ্য, দাতব্যের জন্য কয়েক হাজার চিঠি পাওয়ার পর চলতি বছরের মে মাসে ওলিভ কুক নামে ওই নারী আত্মহত্যা করেন। তবে তার পরিবার বলেন, এটা কোনো দোষারোপ না।
কুকের মৃত্যুর পর সরকার সেচ্ছাসেবী সংগঠনগুলোর জাতীয় কাউন্সিলের প্রধান নির্বাহী স্যার স্টুয়ার্ট এদারিংটনকে বিষয়টি পর্যালোচনার জন্য নিযুক্ত করেন। চ্যারিটি কমিশনের চেয়ারম্যান শক্রস ব্রিটিশ পত্রিকাগুলোকে স্টুয়ার্টের ওই পর্যালোচনা সম্পর্কে বলেন, ‘যদি তিনি সিদ্ধান্ত দেন যে দাতব্য সংস্থাগুলোর নিজস্ব নিয়ন্ত্রণ কাজ করেনা, তাহলে চ্যারিটি কমিশনের তদারকি করা উচিত কি-না সরকারের তা বিবেচনা করতে হবে।’