খালেদার মামলার পরবর্তী শুনানি ১০ আগস্ট
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদকে আসামিপক্ষের জেরা অব্যাহত রয়েছে। বাকি জেরার জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করেছে আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির নির্ধারিত দিনে সোমবার (০৩ আগস্ট) হারুন-অর রশিদকে তৃতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষ। প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও অপর আসামি জিয়াউল হক মুন্নার পক্ষে অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা জেরা করেন।
আগামী ১০ আগস্ট বাকি আসামিদের পক্ষে জেরার দিন ধার্য করেছেন আদালত।
দুই মামলায়ই এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন বাদী ও প্রথম সাক্ষী হারুন-অর রশিদ। এর মধ্যে প্রথমে তাকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি পক্ষের জেরা করা হচ্ছে।