ইউরোচ্যানেলে অভিবাসীদের ওপর রাসায়নিক নিক্ষেপ
চ্যানেল টানেলে উদ্বাস্তুদের ওপর এবার রাসায়নিক নিক্ষেপ করেছে ফরাসি দাঙ্গা পুলিশ। ক্যালের সাগরতলের ইউরোটানেল পাড়ি দিয়ে রবিবার দুই শতাধিক লোক ব্রিটেনে প্রবেশের চেষ্টাকালে ফরাসি পুলিশ তাদের ওপর রাসায়নিক নিক্ষেপ করে।
এর আগে অভিবাসীরা টানেলে প্রবেশের পথে বেশ কয়েকটি বেড়া ভেঙে ফেলে। তারা ব্রিটেনে ঢোকার চেষ্টা করছে এবং স্লোগান দেয় ‘সীমান্ত খুলে দাও’ এবং ‘আমরা জীবজন্তু নই’।
গত জুন থেকে চ্যানেল টানেল পার হয়ে ব্রিটেনে প্রবেশের চেষ্টাকালে অন্তত ১০ জন মারা গেছেন। তারা ফ্রান্স থেকে ব্রিটেনগামী মালবাহী ট্রেন ও ট্রাকে লাফিয়ে উঠে ব্রিটেনে যাওয়ার চেষ্টা করেন। এদের বেশিরভাগই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের একনায়ক শাসিত এবং সংঘাতময় দেশের বাসিন্দা।