শুল্কমুক্ত শিক্ষার দাবিতে গণস্বাক্ষর

Educationবাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি’র ওপর শুল্ক আরোপের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ করছে প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি মোর্চা। ‘শুল্কমুক্ত শিক্ষা চাই’, এই স্লোগান নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে তাদের আন্দোলন।
চলতি অর্থবছরের বাজেটে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট বা মূল্য সংযোজন কর আরোপ করে।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন সমন্বয়ক ফজলে রাব্বি খান বলছেন, ‘সাধারণ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের একজন শিক্ষার্থীকে এজন্য সেমিস্টার-প্রতি অতিরিক্ত দুই থেকে পাঁচ হাজার টাকা গুনতে হবে। আর নর্থ-সাউথের মতো নামী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ব্যয় বাড়বে আরও অনেক বেশি। সব মিলে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থী হবে এই ভ্যাটের শিকার’।
ফজলে রাব্বি খান আরো বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হওয়ার কথা ছিল অলাভজনক। কিন্তু উদ্যোক্তারা দেখা যাচ্ছে এগুলো থেকে প্রচুর লাভ করে নিচ্ছে। সেক্ষেত্রে মালিকদের কাছ থেকে আয়কর নেয়া যেতে পারতো। কিন্তু তার বদলে সরকার শিক্ষার্থীদের উপরেই ব্যয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে’।
তিনি বলেন, ‘শিক্ষা আমাদের মৌলিক অধিকার। এই অধিকারের ওপর সরকার শুল্ক আদায় করতে পারে না’।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button