ব্রিটিশ এয়ারওয়েজে হ্যান্ড ব্যাগ বহনের নতুন নিয়ম
যাত্রীদের হ্যান্ড ব্যাগ এলাউন্সে পরিবর্তন নিয়ে আসছে ব্রিটিশ এয়ারওয়েজ। বর্তমান নিয়ম অনুযায়ী ব্রিটিশ এয়ারওয়েজের একজন যাত্রী দুটি ব্যাগ বহন করতে পারেন। এর সাইজ হলো ৪৫ বাই ৩৬ বাই ২০ সেন্টিমিটার। ১১ আগষ্ট থেকে এ সাইজ কিছুটা ছোট হয়ে যাবে। নতুন সাইজ হবে ৪০বাই৩০বাই১৫ সেন্টিমিটার। তবে বিমান অনুমোদিত দ্বিতীয় ব্যাগের সাইজ সমানই থাকবে। ফ্লাইট ওড়ার আগে বড় ব্যাগগুলো টিকটাক করে রাখতে কেবিন ক্রুদের সময় বেশি লাগে এ কারণে নতুন এ পরিবর্তন নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে বৃটিশ এয়ারওয়েজ। নতুন নিয়মে যাত্রীরা তাদের হ্যান্ড ব্যাগ সিটের নীচে রেখে দিতে পারেবন। আর এতে কেবিন ক্রুদের কম সময় নষ্ট হবে বলে মনে করা হচ্ছে। ১১ আগষ্ট থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এ ব্যাপারে ব্রিটিশ এয়ারওয়েজের ওয়েব সাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।