ব্রিটিশ রাজবধু এখন পেশাদার স্কুবা ডাইভার
না, তিনি এখন আর শুধুই যুবরানি নন। তাঁর নামের পাশে যুক্ত হল আরও একটি পরিচয়। তিনি এবার থেকে একজন পেশাদার স্কুবা ডাইভারও। হ্যাঁ, সমুদ্রের গভীরে বিপজ্জনক বিচরণে তিনি দক্ষ। জীবনের ঝুঁকি নিয়ে এই শখেই মজেছেন ব্রিটেনের যুবরানি কেট মিডলটন।
স্কুবা ডাইভিং-এর মতো বিপজ্জনক শখ! এখনও পর্যন্ত ব্রিটেনের রাজপরিবারের কোনও মহিলা সদস্যের সাহস হয়নি। সেই রীতি ভাঙলেন ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটন। দীর্ঘদিন ধরেই স্কুবা ডাইভিংয়ের ট্রেনিং নিচ্ছিলেন কেট। সম্প্রতি তিনি অ্যাডভান্সড ওপেন ওয়াটার ডাইভার পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। স্কুবা ডাইভিং-এ এটাই সর্বোচ্চ পরীক্ষা। পাশ করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পেশাদার স্কুবা ডাইভার হিসেবে মান্যতা দেওয়া হয়।
কিংস্টন প্যালেস জানিয়েছে, যুবরানি কেট মিডলটন পেশাদার স্কুবা ডাইভারদের মতোই সমুদ্রের ৯৮ ফুট গভীরে অনায়াসে ডাইভ দিচ্ছেন।
রাজপরিবারের তরফে বলা হয়েছে, ‘স্কুবা ডাইভিং খেলাটিকে খুবই ভালোবেসে ফেলেছেন ডাচেস অফ কেমব্রিজ। তিনি এখন স্কুবা ডাইভিং-এই মেতে রয়েছেন।’