১৮০০ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালি
ভূমধ্যসাগর থেকে প্রায় ১,৮০০ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। উদ্ধার করা হয়েছে ৫টি মৃতদেহও।
রবিবার কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়, শনিবার আটটি নৌযান থেকে তাদের উদ্ধার করা হয়েছে। সেগুলোর মধ্যে একটি রাবারের নৌকাও ছিল। নৌকাটি থেকে ২১২ জনকে জীবিত এবং ৫টি মৃতদেহ পাওয়া যায়। কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো পরিষ্কার নয়।
ভূমধ্যসাগর অভিবাসী ও শরণার্থীদের জন্য মৃত্যুকূপে পরিণত হয়েছে। গতবছর সাড়ে তিন হাজারের বেশি মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছে। এ বছর এরই মধ্যে প্রায় দুই হাজার অভিবাসীর প্রাণ গেছে।
এইসব অভিবাসীর অধিকাংশই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। যুদ্ধ এবং অভাবের হাত থেকে বাঁচতে তারা মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে সমুদ্র পথে ইউরোপের উদ্দেশ্যে রওয়ানা হয়। সর্বশেষ উদ্ধারপ্রাপ্তরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি। এ বছর এখন পর্যন্ত প্রায় ৯০ হাজার অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে। দেশটি গত বছর এক লাখ ৭৪ হাজার অভিবাসীকে আশ্রয় দিয়েছে। অনেকে ইতালি ছেড়ে ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমিয়েছে বা জমানোর চেষ্টা করছে।