সিলেটে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা
সিলেটে ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষ মেলা শুরু হয়েছে। সোমবার সকালে র্যালি, আলোচনা সভা ও গাছ বিতরণের মাধ্যমে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার বলেন, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয় থেকে উত্তোরণের জন্য বনভূমি রক্ষায় মনোযোগী হতে হবে। এজন্য বন উজাড় না করে বেশি বেশি গাছ লাগাতে হবে। আমরা সচেতন না হলে আগামী দিনে প্রাণীকূলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, সাংবাদিক আফতাব চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা দেলওয়ার হোসেন প্রমুখ।
সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর যৌথভাবে এই মেলার আয়োজন করে। মেলা চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।