আদর্শ জাতি গঠনে মহাগ্রন্থ আল কোরআন শিক্ষার বিকল্প নেই : অধ্যক্ষ ফরিদ উদ্দিন চেীধুরী

Sylhetবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য সাবেক সাংসদ সদস্য অধ্যক্ষ মাও: ফরিদ উদ্দিন চৌধুরী বলেছেন, চৌদ্দশ বছর পূর্বে আইয়্যামে জাহেলিয়াতের অন্ধকারাচ্ছন্ন সমাজ পরির্বতনের জন্য ঐশ্যিগ্রন্থ মানবতার জীবন বিধান আল কোরআন নিয়ে এসেছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:)। শ্বাশত এই জীবন বিধানের মাধ্যমে বিশ্ব নবী একটি বর্বর জাতিকে আর্দশবান ও শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন। সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়ে একমাত্র গ্রন্থ আল কোরআন । সুতরাং আজ দেশ জাতি ও সমাজ থেকে সকল প্রকার জুলুম অত্যাচার ও সামাজিক অপরাধ দূর করে আর্দশবান জাতি গঠন করতে হলে আল কোরআন শিক্ষার বিকল্প নেই।
তিনি গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর শাহপরাণ থানার উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগীতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
থানা সভাপতি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও সিলেট মহানগরী সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু , বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পূর্বের সভাপতি এস.এম মনোয়ার হোসেন, সিলেট মহানগরী সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, শাবিপ্রবির সাবেক সেক্রেটারি জসীম উদ্দিন, জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভাইস প্রিন্সপাল সায়্যিদ নুরুজ্জামান আল মাদানী, মহানগরী প্রচার সম্পাদক সুহেল আহমদ,আলিয়া মাদ্রাসার সভাপতি মিছবাহুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button