অস্ট্রেলিয়ায় বেকারত্ব বেড়েছে ৬.৩ শতাংশ
অস্ট্রেলিয়ায় হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সত্ত্বেও জুলাই মাসে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৬.৩ শতাংশ। আজ বৃহস্পতিবার সরকারি উপাত্ত থেকে এ কথা জানা গেছে।
দেশটিতে গত এক বছরে বেকারত্বের হার বেড়েছে যা এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে অষ্ট্রেলিয়ার শ্রমশক্তির আয়তনও বেড়েছে বলে উপাত্তে উল্লেখ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরোর হিসেব মতে, কেবলমাত্র গত মাসেই ৩৮ হাজার ৫ শ’ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে ফুলটাইম জব ১২ হাজার ৪শ এবং পার্ট টাইম ২৬ হাজার এক শ’।
এদিকে বেকারত্বের হার বাড়া সত্ত্বেও রিজার্ভ ব্যাংক অর্থনীতি বিষয়ে তার নীতির পরিবর্তন করবে বিশ্লেষকরা এমনটা আশা করছেন না।