‘ইরাক যুদ্ধের জন্য টনিব্লেয়ারের বিচার হওয়া উচিত’
অবৈধ ইরাক যুদ্ধের কারণে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বিচার হতে পারে। লেবারপার্টির নেতা জেরেমি করবিন বলেন, সাক্ষ্য-প্রমাণে যদি দেখা যায় যে, ২০০৩ সালে ইরাক যুদ্ধে অংশ নেয়ার কারণে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে, তাহলে যুদ্ধাপরাধের মামলায় তার বিচার হবে।
বিবিসি নিউজনাইটের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ব্লেয়ারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার হওয়া উচিৎ। যুদ্ধাপরাধের বিষয়টি প্রমাণিত হলে শুধু তারই নয়, যারাই এতে দোষী সাব্যস্ত হবেন, তাদের সবারই বিচার হওয়া উচিৎ।করবিন আরও বলেন, ২০০২ সালে ইরাক যুদ্ধের আগে টেক্সাসের ক্রফর্ডে জর্জ ডব্লিউ বুশের সঙ্গে তার কি কথা হয়েছিলো, তা আমাদের জানানো দরকার। ব্লেয়ারকে অবশ্যই তার ব্যাখ্যা করতে হবে।