পরমানু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান
নানা আয়োজনের মধ্য দিয়ে জাপানে বৃহস্পতিবার হিরোশিমা দিবস স্মরণ করা হয়। স্মরণ অনুষ্ঠানে বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ডাক দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে। হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে রাষ্ট্রীয় স্মরণ অনুষ্ঠানে অংশ নেন সিনজো আবেসহ হাজারো মানুষ। ছিলেন জাপানে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতসহ বিদেশি প্রতিনিধিরা।
দিবসটির বার্ষিকীতে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সোয়া আটটায় হিরোশিমায় একটি ঘণ্টা বাজে। এ সময় পিস মেমোরিয়াল পার্কে জড়ো হওয়া হাজারো মানুষ এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় সারা জাপান নিশ্চুপ হয়ে যায়।
১৯৪৫ সালের ৬ আগস্ট সকাল সোয়া আটটায় যুক্তরাষ্ট্রের বি-২৯ বোমারু বিমান জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামের ভয়াবহ আণবিক বোমা ফেলে। ৪৩ সেকেন্ড পর শহরটিতে বিপর্যয় নেমে আসে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বে পারমাণবিক বোমার প্রথম ওই হামলায় এক লাখ ৪০ হাজার মানুষ নিহত হন। হামলার পরে তেজস্ক্রিয়তায় অনেক শিশু বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়।
পিস মেমোরিয়াল পার্কের স্মরণ অনুষ্ঠানে ওড়ানো হয় শান্তির প্রতীক পায়রা। এ ছাড়া ছিল শান্তি ঘোষণা। পারমাণবিক বোমা হামলায় হতাহতের জন্য প্রার্থনা করেন হাজারো মানুষ।
পিস মেমোরিয়াল পার্কের অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে বিশ্বজুড়ে পরমাণু নিরস্ত্রীকরণের ডাক দেন। বিশ্বশান্তির প্রয়োজনীয়তার ওপর পুনরায় গুরুত্ব দিয়ে জাপানের প্রধানমন্ত্রী বলেন, পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব গড়তে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিপক্ষ জাপানকে চূড়ান্তভাবে পরাস্ত করতে হিরোশিমায় হামলার পর ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরেও পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। ওই হামলায় ৭৪ হাজার মানুষ মারা যায়। এ মর্মান্তিক অভিজ্ঞতার পর বিশ্বজুড়ে এই বোমার বিরুদ্ধে জনমত গড়ে ওঠে।