রোববার শেয়ার বাজারে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুনর্বাসনে অর্থছাড় শুরু
আগামী রোববার থেকে শেয়ার বাজারে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুনর্বাসনে সরকারি তহবিলের অর্থছাড় শুরু হবে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সেঞ্জ কমিশন-বিসিএসই এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-আইসিবি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে।
তহবিলের ৯শ’ কোটি টাকা থেকে ৩শ’ কোটি টাকা করে তিন কিস্তিতে অর্থ দেয়া হবে। ২০০৯ সালের জানুয়ারি থেকে ৩০ নভেম্বর ২০১১ পর্যন্ত ১০ লাখ টাকার কম বিনিয়োগ করে যেসব বিনিয়োগকারী লোকসানের মুখে পড়েছেন তারা এ অর্থ সাহায্য পাবেন।
ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ পেতে ইনভেস্টমেন্ট করপোরেশনে আবেদন করতে হবে। সিকিউরিটি অ্যান্ড এক্সেঞ্জ কমিশন তহবিল ব্যবস্থাপনার তদারকি করবে।
এই তহবিলের মেয়াদ থাকবে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত। সরকারের এ উদ্যোগে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে চুক্তি স্বাক্ষর করা প্রতিষ্ঠানগুলো।